Rahul Gandhi : ২০২৪ সালে কেন্দ্রে সরকার গড়বে কংগ্রেস, রাহুলের এই দাবির ভিত্তি কী ?
সেখ ইবাদুল ইসলাম : রাহুল গান্ধী এই মুহুর্তে লাদাখ সফরে আছেন । সেখানে তিনি বিভিন্ন গোষ্ঠী ও সমাজের মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন । সবার কথা তিনি মন দিয়ে শুনে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন । আর এই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রীতিমতো চমকপ্রদ কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । তিনি বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে দেশে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠিত হবে । তিনি জোর দিয়ে বলেছেন , কংগ্রেস সরকার গড়বে ‘ইন্ডিয়া’ কে নিয়ে । আর রাহুলের বক্তব্য স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর চর্চা শুরু হয়েছে কোন যুক্তিতে রাহুল এই দাবি করেছেন ।
সময়ে বিচারে রাজ্যে লোকসভা নির্বাচন হতে কমবেশি ২৫০ দিন আছে । এর মধ্যে মাত্র কয়েকদিন বাদ দিলে তাহলে আর মাত্র ২০০ দিন আছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে । আর এই সময় কালের মধ্যে কী কংগ্রেস দল বিজেপি এবং এনডিএ পরাস্ত করে জিততে পারবে ইন্ডিয়া । এটাই এখন হাজার কোটি টাকার প্রশ্ন ! তাহলে রাহুল এই ধরনের কথা বললেন কেন ? এর মধ্যে কী কোনো বাস্তবতা নেই ? নাকি একজন রাজনীতিবিদ যেভাবে কথা বলেন সেই কায়দায় রাহুলও বললেন । সেটাই এখন দেখার বিষয় । তবে জাতীয় রাজনীতির খোঁজখবর যাঁরা রাখেন তাঁরা বলবেন রাহুল ফাঁকা আওয়াজ দেননি । কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে বিজেপির বলার কিছু নেই । বরং জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের যে হারে দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ যে ভালো নেই তা আর বলার অপেক্ষা রাখে না । বেকারত্ব বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে । ফলে আম জনতাকে আর হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভোট আদায় করা খুব কঠিন হবে বিজেপির । আর নরেন্দ্র মোদীকে সামনে রেখে ভোট বৈতরণী পার হওয়ার যে চেষ্টা বিজেপি-আরএসএস করছে তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
কারণ দশ বছর ধরে মোদীজি যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তার একটাও পালন করেননি । ফলে সাধারণ মানুষের কাছে মোদীজির গ্রহণযোগ্য বেশ খানিকটা কমে গেছে । অন্যদিকে বিগত দশ বছরে রাহুল অনেক বেশি স্মার্ট হয়েছেন এবং একজন পরিনত রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করেছেন । এছাড়াও ভারত জোড়ো যাত্রার ফলে দেশে এবং বিদেশে রাহুলের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে । অন্যদিকে, আগামী নভেম্বর মাসে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । এই ৫টি রাজ্যের মধ্যে যদি চারটি রাজ্যে কংগ্রেস জয়ী হয়, তাহলে ২০২৪ সালে মোদী সরকার যে হেরে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই! এমনিতে বিজেপি এখন গুজরাট এবং উত্তরপ্রদেশ ছাড়া দেশের আর কোনো রাজ্যে এককভাবে ক্ষমতায় নেই । মধ্যপ্রদেশে তো গতবারে হেরে গিয়েছিল বিজেপি,কংগ্রেসকে ভাঙিয়ে সরকার গড়েছিল বিজেপি। আর এর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবারের নির্বাচনে । রাহুল লাদাখে বলেছেন. রাজস্থান, ছত্রিশগড়,মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় সরকার গড়বে কংগ্রেস । আর রাহুলের এই ভবিষ্যৎবাণী সঠিক হলে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির জয়যাত্রা যে আটকে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।