দেশ 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গেল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা লঙ্ঘিত হল। তাঁর সঙ্গে দেখা করতে আসা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হল গুলি। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি মসজিদের দেখভাল করেন বলে জানা গিয়েছে।

ভাতা বাড়ানোর দাবিতে কয়েক জন ইমাম দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই দলেই ছিলেন অভিযুক্ত ব্যক্তি ৩৯ বছরের মহম্মদ ইমরান। নিরাপত্তাকর্মীরা যখন ওই ব্যক্তিদের তল্লাশি করছিলেন, তখনই ইমরানের কাছ থেকে গুলিটি উদ্ধার হয়।

Advertisement

পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তবে অভিযুক্ত ইমরানের দাবি, কয়েক দিন আগে মসজিদের দানপাত্রে এই গুলিটি দেখতে পেয়েছিলেন তিনি। তখন থেকেই সেটি তাঁর পয়সার ব্যাগে রেখে দেন। যমুনা নদীতে ফেলে দেওয়ার কথা ভাবলেও পরে সেটা ভুলে যান বলে জানিয়েছেন ইমরান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই কেজরিকে লক্ষ করে লঙ্কা গুঁড়ো ছোড়েন এক ব্যক্তি। অনিল শর্মা নামক ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। দিল্লির মন্ত্রালয়ের কাচ ভেঙে দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই হামলার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেন কেজরি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 + 15 =