জেলা 

জমি আন্দোলনের আতুর ঘর সিঙ্গুরে রেকর্ড ফলন আমন ধানের , মমতা সরকারের সাফল্যে নয়া পালক

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন যে সঠিক ছিল তা আবারও প্রমাণ করল শস্য শ্যামলা সিঙ্গুর । জমি আন্দোলনের আতুর ঘর সিঙ্গুরকে কেন্দ্র করেই মমতার উত্থান ঘটে ছিল , আর বামেদের হয়েছিল পতন ।গণআন্দোলনের চাপে শেষ পর্যন্ত টাটা করাখানা করতে পারেনি । এমনকি সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরের মানুষ তাদের জমি ফিরে পেয়েছিল । সেই সিঙ্গুরের মাটি আমন ধান ফলনে রেকর্ড গড়ল। গতবছরের মতোই দারুণ ফল হল আমনের।

তাই এবছর শুধু ধান নয়, আলু চাষ নিয়েও দারুণ আশাবাদী এখানকার চাষিরা। গত মরশুমে আলু চাষে সর্বকালীন রেকর্ড তৈরি হয়েছিল। এবছর সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বেশি কিছু জমিতে আলু চাষ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। যাঁরা আলু চাষ করেননি, তাঁরা ফের ধানের বীজ বপন করে ফেলতে শুরু করেছেন।

Advertisement

সিঙ্গুরের বেশিরভাগ জমিই বহুফসলি। কোনওটা তিনফসলি তো কোনও কোনও জমিতে বছরে চারবার চাষও হয়। শুধু চাল, আলু নয়, সিঙ্গুরে অন্য শস্য ভুট্টা, তিল, সরষে চাষও বেশি কিছু জমিতে চাষ করা হচ্ছে।

সিঙ্গুরে হারিয়ে যাওয়া জমির চরিত্র নতুন করে ফিরে পাওয়ায় এলাকার মানুষেরা খুবই খুশি । তাঁরা মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন যথেষ্ট তাৎপর্যপুর্ণ ছিল ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − eight =