দেশ 

বিমানে আলাপ! গোয়ায় পৌঁছে নয়া বান্ধবীকে রিসোর্টে ডেকে ধর্ষণ গ্রেফতার অভিযুক্ত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: গুজরাট গোয়াগামী বিমানে আলাপ। তারপর বন্ধুত্ব ।ফোন নম্বর আদান প্রদান । এর পরই গন্তব্যস্থলে পৌঁছানোর কয়েকদিন পর সদ্য আলাপ নয়া বান্ধবীকে নিজের রিসোর্টে ডেকে পাঠিয়ে ধর্ষণ করলেন এক ৪৭ বছরের ব্যক্তি। এই অভিযোগ পাওয়ার পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

ধর্ষিতার বয়ান থেকে জানা যাচ্ছে, গুজরাটের বাসিন্দা ওই ব্যক্তি বিমানে গোয়ায় যাচ্ছিলেন। বিমানেই ওঁর সঙ্গে আলাপ হয় এক মহিলার। ক্রমে আলাপ গড়ায় বন্ধুত্বে। মহিলার ফোন নম্বরও চেয়ে নেন তিনি। পরে গোয়ায় পৌঁছনোর পরও তাঁদের মধ্যে যোগাযোগ হতে থাকে। এরপরই ওই ব্যক্তি মহিলাকে অনুরোধ করেন উত্তর গোয়ার আসোনোরা গ্রামে তাঁর রিসর্টে আসতে। সেই ‘ফাঁদেই’ পা দেন নির্যাতিতা।

তিনি ওই রিসর্টে গেলে অভিযুক্ত তাঁকে নিজের রুমে নিয়ে যান। তারপর সেখানেই তাঁকে ধর্ষণ করেন। পরে হুমকি দিতে থাকেন, মুখ খুললে পরিণাম ভাল হবে না। কিন্তু সেই হুমকিতে কান না দিয়ে নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। তদন্তকারীরা নির্যাতিতা মহিলার বয়স ও অন্য়ান্য তথ্য প্রকাশ্যে আনেননি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ