দেশ 

বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সাজ্জাদ লোনকে বিজেপি কাশ্মীরের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল, বিস্ফোরক দাবি রাজ্যপালের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন ওই রাজ্যের রাজ্যপাল সত্যপাল মালিক । তিনি কাশ্মীরে হঠাৎ রাজ্যপাল শাসনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তাতে মোদী সরকার অস্তিত্বে পড়েছে । তিনি বলেছেন, “‌বিধানসভা ভেঙে দেওয়ার আগেই  জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে সাজ্জাদ লোনকে বসাতে চেয়েছিল মোদী সরকার। দিল্লির কথা শুনলে সেটাই করা উচিত ছিল আমার। কিন্তু তা আমি করিনি। কারণ সেটা করলে আমি উপত্যকার বাসিন্দাদের কাছে বিশ্বাসঘাতক হয়ে যেতাম।”

উল্লেখ্য, সাজ্জাদ লোনকে মুখ্যমন্ত্রীর মুখ করে এবং পিডিপির বিক্ষুব্ধ নিয়ে কাশ্মীরে নতুন সরকার গড়ার চেষ্টা করছিল বিজেপি। অন্যদিকে সরকার গড়ার জন্য তৎপরতা দেখা গিয়েছিল বিরোধী শিবিরেও। বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য এই প্রথম কাছে এসেছিল রাজ্যের দুই প্রতিদ্বন্দ্বী পিডিপি এবং জাতীয় কনফারেন্স। ঠিক ছিল কংগ্রেসের সমর্থনে সরকার গড়বে পিডিপি, বাইরে থেকে তাকে সমর্থন দেবে জাতীয় কনফারেন্স।

Advertisement

সেই উদ্দেশ্যেই গত বুধবার রাজ্যপাল সত্যপাল মালিকের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানায় পিডিপি। তার কিছুক্ষণ আগেই একই দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন সাজ্জাদ লোনও। কিন্তু ওইদিন সন্ধ্যাতেই বিধানসভা ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেন সত্যপাল।

বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সাজ্জাদ লোনকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল বিজেপি এই খবর খোদ রাজ্যপাল সংবাদ সংস্থা জানিয়ে দেওয়ায় বিজেপির সুবিধাবাদী নীতি যে স্পষ্ট হয়ে পড়ল তা বলাই বাহুল্য ।

 

 

 

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

20 + 6 =