কলকাতা 

ডেঙ্গিতে মৃত্যু কলকাতার এক কিশোরের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরের এক কিশোরের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল। নিউ আলিপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া সৃজন বসুকে দুদিন আগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তার মৃত্যু হয় বুধবার সকালে।

মৃতের পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। কিশোরের মৃত্যুতে শোক, ক্ষোভ মিশে গিয়েছে নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে। সূত্রের খবর, কিশোরের মৃত্যুর সংশাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই কিশোরকে। রক্ত পরীক্ষায় রিপোর্ট এসেছিল পজ়িটিভ।

এ বার সারা রাজ্যেই ডেঙ্গির প্রকোপ বেশি। উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বেশ কিছু জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে। মঙ্গলবারই আমডাঙার এক ব্যক্তির মৃত্যু ঘিরে পরিবারের লোকজনের বিক্ষোভে তপ্ত হয়েছিল বারাসত হাসপাতাল।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ