স্কুল সার্ভিস কমিশনের বিরাট ঘোষণা আগামীকালই ঘোষিত হচ্ছে মেধা তালিকা!
বিশেষ প্রতিনিধি: আদালতে নির্দেশ মেনে আগামীকাল বুধবার উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে। গত সপ্তাহে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল এক সপ্তাহের মধ্যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে হবে। আদালতের সেই নির্দেশ মত আগামীকাল বুধবার এই মেধাতালিকা প্রকাশিত হবে বলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন।
তিনি বলেছেন আদালতের নির্দেশমতো মেধা তালিকা প্রকাশিত হবে একইসঙ্গে প্রকাশিত হবে অপেক্ষামান তালিকা এবং প্রত্যেকটি মেধা তালিকা তে নির্দিষ্ট নম্বর সহ প্রকাশিত হবে। প্রসঙ্গত উল্লেখ্য প্রায় আট বছর আগে উচ্চ প্রাথমিককে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। এতদিন ধরে আদালতে মামলা চলার কারণে এই নিয়োগ প্রক্রিয়া একপ্রকার বন্ধ ছিল বলা যেতে পারে। ১৪৩৩৯ উচ্চ প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া হওয়ার কথা ছিল দ্বিতীয় দফায় তবে সব মিলিয়ে দ্বিতীয় দফায় ইন্টারভিউ দিয়েছে ১৪০৫২ জন।
এদেরই মেধা তালিকা আগামীকাল বুধবার ২৩ শে আগস্ট বিকেল চারটের মধ্যে প্রকাশিত হবে বলে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন। এই মেধা তালিকা প্রকাশিত হওয়ার ফলে মনে করা হচ্ছে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। তবে আবারো মামলা হয়েছে বলে শোনা যাচ্ছে। এবার মামলার যে পদ্ধতিতে ইন্টারভিউ হয়েছে তা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে দারস্ত হয়েছে একদল চাকরি প্রার্থী। সেই মামলার শুনানি আগামী ৩১শে আগস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।