জেলা 

পুরুলিয়া সফরে জনস্বার্থে উন্নয়নমূলক কাজে গতি আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর , কাজে গাফিলতির কারণে সরানো হল নির্বাচিত চেয়ারম্যানকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রীর দু’দিনের সফরে আজ পুরুলিয়ায় প্রথম দিন  বেলগুমা পুলিশ লাইনে এক প্রশাসনিক বৈঠক করেন । বৈঠকে মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলাশাসকের কাছে জানতে চান, জেলায় এই মরশুমে ধান চাষের পরিমাণ কত?  জেলাশাসক জানান, এই চাষবাস আগে ১২ লক্ষ টন ছিল কিন্তু এ বছর তার পরিমাণ কমেছে ।মুখ্যমন্ত্রী এ ব্যাপারে নজর দিতে জেলাশাসককে নির্দেশ দেন ।

অন্য দিকে কৃষকরা কিষান কার্ড পাচ্ছে না এবং টাকাও পাচ্ছে না । এর জন্য কো-অপারেটিভ ব্যাঙ্কের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে হাত মিলিয়ে এক সঙ্গে কাজ করার কথা বলেন ও জেলায় কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচিত চেয়ারম্যান তথা রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরিকে চেয়ারম্যানপদ থেকে সরিয়ে সেই জায়গায় মুখ্যমন্ত্রী দায়িত্বভার প্রদান করেন পুরুলিয়া জেলাশাসক আলোকেশপ্রসাদ রায়ের হাতে ।

Advertisement

জানা গেছে, গাফিলতির জন্য তাঁকে ওই পদ থেকে সরান মুখ্যমন্ত্রী। এ ছাড়াও এ দিনের সভায় মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজ খতিয়ে দেখেন। এ দিন সমস্ত আধিকারিকদের সমস্ত কাজ ভালো ভাবে করার নির্দেশ দেন ।তিনি জানান, জেলায় কোনো রকমের কাজের প্রতি গাফিলতি ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। দুর্নীতির অভিযোগ উঠলেই সেই ব্যক্তির প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হবে । এ ছাড়াও এ দিন তিনি জানান, রেলশহর আদ্রায় পুরসভা করা সম্ভব না, রঘুনাথপুর পুরসভার সঙ্গে যদি একত্রিত করা সম্ভব হয় তা খতিয়ে দেখা হবে ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 − 4 =