পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই ও ইডির তদন্ত বহাল রাখল শীর্ষ আদালত
বাংলার জনরব্র ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে রাজ্যের পুরসভা গুলোতে যে দুর্নীতি হয়েছে সে তথ্য সামনে আসার পর সেই দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআই ও ইডিকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আর তারপরই এনিয়ে আলাদা মামলা দায়ের করে তদন্তে নামে সিবিআই, ইডি। তাদের সেই তদন্তের বিরোধিতা করে প্রথমে হাই কোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। তবে শীর্ষ আদালতেও রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল। সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়ে দিল, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাতে পারবে কেন্দ্রীয় সংস্থা, কোনও বাধা নেই।
সোমবার এই মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। দু’পক্ষের সওয়াল-জবাবের পর তিন বিচারপতির মত, শিক্ষক নিয়োগের তদন্তে নেমে যেভাবে পুর-দুর্নীতির খোঁজ পেয়েছে সিবিআই (CBI), ইডি (ED), তাতে শীর্ষ আদালত সন্তুষ্ট। আর তার ভিত্তিতেই তদন্তের বিরোধিতায় রাজ্যের আবেদন খারিজ করে দেওয়া হল।