পাঁচ বছরের এক শিশুকে রাস্তায় আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক সন্ন্যাসীর বিরুদ্ধে
বাংলার জনরব ডেস্ক : পাঁচ বছরের এক শিশুকে রাস্তায় আছাড় মেরে খুন করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। সন্ন্যাসীর বিরুদ্ধেই । বালকটিকে তুলে আছাড় মারছেন সন্ন্যাসী, এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। শিশুটির মৃত্যুর পরেই উত্তেজিত জনতাও সন্ন্যাসীকে মারধর করতে শুরু করে। আহত অবস্থায় হাসপাতালে ভরতি ওই সন্ন্যাসীও।
ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের মথুরায় (Mathura)। জানা গিয়েছে অভিযুক্তের নাম ওমপ্রকাশ। ৫২ বছর বয়সি ওই ব্যক্তি সন্ন্যাসীর পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটছিলেন। সপ্তকোশী যাত্রা করছিলেন তিনি। পথে চলতে চলতে হঠাৎই পাঁচ বছর বয়সি বালকটিকে তুলে রাস্তাতেই আছাড় মারেন। বারবার আছাড় মারতে থাকেন ওই বালকটিকে। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত বালকটি বাবা ওই এলাকাতেই একটি দোকান চালান।
শিশুটির মৃত্যুর পরেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় জনতা। রেগে গিয়ে তাঁরা প্রবল মারধর করতে থাকেন ওই বয়স্ক সন্ন্যাসীকে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে কোনওরকমে উদ্ধার করা হয় ওই সন্ন্যাসীকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।