কলকাতা 

৩০শে আগস্ট অধীর চৌধুরীকে তলব করতে চলেছে প্রিভিলেজ কমিটি, বিরোধিতায় তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আগামী ৩০ শে আগস্ট সংসদের প্রিভিলেজ কমিটির কাছে হাজির হতে হবে। এই মর্মে আজ প্রিভিলেজ কমিটি সিদ্ধান্ত নিয়েছে। যদিও আজকের বৈঠকে কংগ্রেস তৃণমূল এবং ডিএমকে সাংসদরা এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেন। বিরোধী সাংসদদের বিরোধিতা সত্ত্বেও প্রিভিলেজ কমিটি লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে তলব করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

শাসক দলের সাংসদদের বক্তব্য যেহেতু স্পিকার অধীর চৌধুরীকে সাসপেন্স করার সময় জানিয়ে দিয়েছিলেন প্রিভিলেজ কমিটি সিদ্ধান্ত নেওয়ার পরেই অধীর চৌধুরীর সাসপেনশন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সুতরাং অধীর চৌধুরীকে ৩০ শে আগস্ট কমিটির সামনে অবশ্যই হাজির হতে হবে।

Advertisement

সূত্রের খবর, সাসপেনশন নিয়ে অধীর চৌধুরীকে তলব করা হবে কিনা, তা নিয়ে প্রিভিলেজ কমিটির বৈঠকে মতানৈক্য তৈরি হয় INDIA এবং এনডিএ জোটের সাংসদদের মধ্যে। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-র মতো বিরোধী সাংসদদের যুক্তি, ইতিমধ্যেই যা শাস্তি পাওয়ার পেয়ে গিয়েছেন অধীর। ফলত তাকে আর প্রিভিলেজ কমিটিতে তলব করার প্রয়োজন নেই।

পালটা বিজেপি (BJP) সাংসদদের যুক্তি, যেহেতু প্রিভিলেজ কমিটিতে বিষয়টি এসেছে, ফলে অভিযুক্তের বক্তব্য না শুনে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রসঙ্গত এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, কোনও সাংসদ বা বিধায়কের সাসপেনশন শুধুমাত্র সংশ্লিষ্ট অধিবেশনে প্রযোজ্য হয়। সূত্রের খবর, বিষয়টি বৈঠকে তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূলও তিক্ততা ভুলে অধীরের পাশেই দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত বিরোধীদের আপত্তি উড়িয়ে অধীরকে তলব করারই সিদ্ধান্ত নিয়েছে সংসদের প্রিভিলেজ কমিটি।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নীরব মোদি’ বলে কটাক্ষ করেছিলেন। লোকসভার কংগ্রেসের দলনেতার সেই মন্তব্যকে অসংসদীয় বলে দেগে দেন স্পিকার। তাঁকে সাসপেন্ড করা হয়। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় প্রিভিলেজ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো অবধি সাসপেন্ডই থাকবেন অধীর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ