হিমাচল প্রদেশের বৃষ্টি পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী
বাংলার জনরব ডেস্ক: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) প্রবল বৃষ্টি পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। ইতিমধ্যেই বৃষ্টি ও ধসের কারণে এই রাজ্যে মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়ে গিয়েছে। প্রায় দশ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এখনও শিমলার মন্দিরের ধ্বংসাবশেষের তলায় অন্তত ছয়জনের দেহ চাপা পড়ে রয়েছে বলে অনুমান। বন্যা বিপর্যস্ত হিমাচলের পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করার দাবিতে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
শুক্রবার মুখ্যমন্ত্রী সুখু জানিয়েছেন, এখনও রাজ্যের নানা প্রান্তে উদ্ধারকাজ চলছে। বিশেষত ধসের কারণে যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেছে কেন্দ্রের প্রতিনিধি দল। সব মিলিয়ে প্রায় দশ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে গোটা হিমাচল প্রদেশে।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশের ৫০৬টি রাস্তা এখনও বন্ধ হয়ে রয়েছে। বিকল হয়ে পড়েছে জল সরবরাহের ১৪৯টি প্রকল্প। এহেন পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা রাজ্যের পরিস্থিতি মোকাবিলা করতে বিধায়কদের তহবিল ব্যবহারের কড়াকড়িও তুলে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যা ক্ষতি হয়েছে সেই পরিকাঠামো গড়ে তুলতে আরও এক বছর সময় লাগবে।