জেলা 

প্রাথমিক স্কুলের ছাদের চাঙড় ভেঙে আহত ১৪

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ক্লাস চলাকালীন সময়ে আচমকাই ভেঙে পড়ল ছাদের চাঙড়। আর তাতে গুরুতর জখম (Injured) অন্তত ১৪ জন প্রাথমিক স্কুলের পড়ুয়া। এদের মধ্যে ৫ জন ছাত্রী। মাথা ফেটে কয়েকজন ভরতি হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) করণদিঘির লাহুতারা কামাদ প্রাথমিক স্কুলে। খবর পেয়ে অভিভাবকরা ছুটে আসেন। সকলেই চিন্তিত। পাশাপাশি তাঁরা স্কুল কর্তৃপক্ষকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন।

শুক্রবার দুপুর নাগাদ লাহুতারা কামাদ প্রাথমিক স্কুলে চলছিল ক্লাস। আচমকাই ছাদের চাঙড় ভেঙে পড়ে। দ্বিতীয়, তৃতীয় ও  চতুর্থ শ্রেণির মোট ১৪ জন আহত হন। মাথা ফেটে গিয়েছে কয়েকজনের। এদিন স্কুলে আসেননি প্রধান শিক্ষক মতিয়া মণ্ডল। সেই কারণে আহতদের হাসপাতালে ভরতি করাতে সমস্যা হয়। তবে স্থানীয় বাসিন্দারাই ছুটে যান দুর্ঘটনাস্থলে। তাঁরাই খুদে পড়ুয়াদের উদ্ধার করে করণদিঘি ব্লক হাসপাতালে ভরতি করেন। সেখান থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে অভিভাবকরা ছুটে যান স্কুলে। তাঁদের অভিযোগ, স্কুলবাড়ি মেরামতির জন্য অনেক আগেই বলা হয়েছিল প্রধান শিক্ষককে। কিন্তু তিনি দাবি কানে তোলেননি। স্কুল মেরামত করা হলে আজ এই দুর্ঘটনা ঘটত না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ