কলকাতা 

পাঁচ লাখ টাকার জাল নোট সহ এসটিএফের হাতে গ্রেফতার ২

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : নোটবন্দী করেও জাল কারবারীদের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। মোদীজি নোট বাতিল করার সময় বলেছিলেন এমন নোট চালু করা হবে যা জোল করা যাবে না । কিন্ত দুঃখের হলেও সত্য জাল নোট করাবারীদের হাত থেকে আর রক্ষা পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক মাস জাল নোটচক্রের কয়েকজন শাগরেদকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ । সেই গ্রেফতারির সূত্র ধরেই মঙ্গলবার কলকাতায় উদ্ধার হল জালনোট। গ্রেপ্তার করা হয়েছে জালনোট চক্রের অন্যতম দুই সদস্যকে। তাদের কাছে উদ্ধার করা হয়েছে ২ হাজার টাকার নোটে ৫ লাখ টাকার জালনোট। নারকেলডাঙা মেইন রোডের মোমিন হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে এসটিএফ গ্রেপ্তার করেছে তাদের। জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।এসটিএফ সূত্রে খবর, ধৃতেরা মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা।এসটিএফের  অ্যান্টি জালনোট টিম গোপনসূত্রে খবর পায় এই দু’জন জালনোট নিয়ে কলকাতায় এসেছে। তারপরই গতরাতে নারকেলডাঙা মেইন রোডের চত্বর থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

চলতি মাসের শুরুতে বৈষ্ণবনগর থানা এলাকার বাবুপাড়ার এক বাসিন্দাকে জালনোট সহ গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে উদ্ধার হয় ৪ লাখ ৯৬ হাজার টাকার জালনোট। তার প্যান্টের ভিতরে একটি গোপন পকেট তৈরি করে তাতে করে জালনোট কলকাতায় নিয়ে এসেছিল।

Advertisement

সূত্রের খবর, তাকে জেরা করে এই দু’জন সম্পর্কে খোঁজ পায় পুলিশ। সেই সূত্রেই পুলিশ জানতে পারে আজ ওই জালনোট কলকাতায় নির্দিষ্ট লিঙ্কম্যানের হাতে তুলে দিতে আসে ওই দু’জন। নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই গ্রেপ্তার করা হয় তাদের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five × four =