দেশ 

পড়ুয়াদের চাপ কমাতে নজীরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের, দ্বিতীয় শ্রেনি পর্যন্ত কোনো হোমওয়ার্ক নয়

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পড়ুয়াদের উপর পড়াশোনার চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের বিদ্যালয়ের মধ্যে সব পড়াতে হবে । বাড়িতে কোনো কাজ দেওয়া যাবে না ( হোমওয়ার্ক)।  দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলব্যাগের ওজন সরকার নির্ধারিত সীমাকে অতিক্রম করা যাবে না। সোমবার এবিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।ওই নির্দেশিকায় বলা হয়েছে, “ভারত সরকারের নির্দেশ অনুযায়ী স্কুলব্যাগের ওজন ও কোন ক্লাসে কোন বিষয় পড়ানো হবে তা নির্ধারণ করতে হবে।” প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সেই সংক্রান্ত গাইডলাইন তৈরি করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

Advertisement

এনসিআরটি-র নিয়ম অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদেরকে  স্কুলগুলি শুধুমাত্র ভাষা ও গণিত পড়াতে হবে । তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পর্যন্ত ভাষা, অঙ্ক ও পরিবেশ বিজ্ঞান পড়ানোর ছাড়পত্র দেওয়া হয়েছে।

পাশাপাশি, ক্লাস পিছু পড়ুয়াদের স্কুলব্যাগের সর্বোচ্চ ওজনও নির্ধারিত করে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ কোনওভাবেই পড়ুয়াদের অতিরিক্ত বই ও সামগ্রী আনার নির্দেশ দিতে পারবে না। নির্দেশিকা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের স্কুলব্যাগের ওজন ১.৫ কেজির বেশি হবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলব্যাগের ওজন হবে ২-৩ কেজি। ষষ্ঠও সপ্তম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে স্কুলব্যাগের সর্বাধিক ওজন ৪ কেজি হতে পারবে। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে ব্যাগের ওজন ৪.৫ কেজির বেশি বরদাস্ত করা হবে না।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 + 6 =