দেশ 

দেশের সব মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার পথে বাধাগুলি দূর করাই আদালতের সামনে সবচেয়ে বড় ‘চ্যালেঞ্জ’: ডি ওয়াই চন্দ্রচূড়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দেশের সকল নাগরিকের ন্যায়বিচার পার অধিকার রয়েছে বলে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন।

প্রধান বিচারপতি এদিন বলেন, ‘‘নির্বিচারে সম্পত্তি ধ্বংস এবং গ্রেফতারির ঘটনা ন্যায়বিচারের পথে অন্তরায়।’’ নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ৭৭তম স্বাধীনতা দিবসের কর্মসূচিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের উপস্থিতিতে চন্দ্রচূড়ের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রধান বিচারপতি আরও বলেন, ‘‘আমাদের সংবিধানে বিচারবিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। যাতে শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানগুলি সাংবিধানিক সীমারেখার মধ্যে কাজ করে, তা নিশ্চিত করার দায়িত্ব বিচারবিভাগের।’’ দেশের সব মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার পথে বাধাগুলি দূর করাই আদালতের সামনে সবচেয়ে বড় ‘চ্যালেঞ্জ’ বলে জানান তিনি।

প্রসঙ্গত, আদালত ‘অপরাধী’ ঘোষণার আগেই আদিত্যনাথ সরকার উত্তরপ্রদেশে গোষ্ঠীহিংসায় অভিযুক্ত নির্দিষ্ট জনগোষ্ঠীর ব্যক্তিদের সম্পত্তি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নীতি বলবৎ করেছেন বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের বেশ কয়েক জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তাঁদের সঙ্গে আরও একাধিক বিশিষ্ট নাগরিক শীর্ষ আদালতের কাছে এ বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। আইনজীবীদের একাংশের মতে সে দিকে ইঙ্গিত করেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় মঙ্গলবার বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের বার, দেশের শীর্ষস্থানীয় বার হিসাবে আইনের শাসন রক্ষার পক্ষে দাঁড়াবে।’’

একইসঙ্গে তিনি নাম না করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বুলডোজার সংস্কৃতির সমালোচনা করেছেন।তিনি বলেছেন, এই ধরনের সংস্কৃতি নাগরিকদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করছেন এ বিষয়ে সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকবে না। কেন্দ্রীয় আইন মন্ত্রীকে বসিয়ে রেখে যেভাবে দেশের প্রধান বিচারপতি সংবিধান এবং ন্যায় শাসনের সবক শেখালেন তাতে শিক্ষা হবে বিজেপির নেতাদের।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ