কলকাতা 

স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর জেরে শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং নিয়ে জনস্বার্থে মামলা দায়ের হাইকোর্টে, এই সপ্তাহে শুনানির সম্ভাবনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর জেরে শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়েরের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

জানা গিয়েছে, জনৈক আইনজীবী সোমবার প্রধান বিচারপতি (Chief Justice) টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে র‌্যাগিং সংক্রান্ত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইউজিসি-র (UGC) নিয়ম না মেনেই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও তার পরিণতি যাদবপুরের মতো মর্মান্তিকও হয়েছে। ইউজিসি-র তরফে অ্যান্টি-র‌্যাগিং কমিটির (Anti-Ragging Committee)নির্দেশিকা থাকলেও তা বাস্তবায়িত হয়নি রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠানেই। সেসব নির্দেশিকার যাতে কড়া হাতে বাস্তবায়ন করা হয়, সোমবার সেই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে হাই কোর্টে। মামলাকারীর আশা, তা হলেই কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের দাপট কমবে।

Advertisement

এর আগে কেরলের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তখন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর আর কে রাঘবনের নেতৃত্বে একটি কমিটি র‌্যাগিং রুখতে বেশ কিছু সুপারিশ করে। ২০০৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা তৈরি করা হয়েছিল। এদিন হাই কোর্টে জনস্বার্থ মামলায় সেই রাঘবন কমিটির সুপারিশ কার্যকর করারও আবেদন জানিয়েছেন আইনজীবী।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ