দেশ 

“ জানুয়ারিতে সুপ্রিম কোর্টে মামলার শুনানি। ফলে অধ্যাদেশের কোনও প্রয়োজনীয়তা নেই,“ বাংলায় টার্গেট ২৩ ,বিজেপি-র সংখ্যাগষ্ঠিতা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই দাবি অমিতের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে অর্ডিন্যান্স জারির কোনো প্রয়োজন নেই । বিজেপির প্রতিশ্রুতি মত রাম মন্দির হবেই জি-নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন অমিত শাহ । তিনি  বলেন,”২০১৯ সালে জানুয়ারিতে সুপ্রিম কোর্টে মামলার শুনানি। ফলে অধ্যাদেশের কোনও প্রয়োজনীয়তা নেই”। বিজেপির ইস্তাহারে রাম মন্দির নির্মাণের কথা উল্লেখ রয়েছে। বিরোধীদের অভিযোগ, রাম মন্দির নিয়ে রাজনীতি করছে গেরুয়া শিবির। অমিতের জবাব, রাম মন্দির নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার প্রশ্নই নেই। তাঁর আশ্বাস, একটা ইট নয়, গোটা মন্দির তৈরি করব। একইসঙ্গে কংগ্রেসকেও নিশানা করেছেন অমিত শাহ।

বিজেপির সর্বভারতীয় সভাপতির অভিযোগ করেন, রাম মন্দির মামলায় জট পাকাচ্ছেন কপিল সিব্বল। সুপ্রিম কোর্টে তিনি জানিয়েছেন, লোকসভার আগে মামলার নিষ্পত্তি করা উচিত নয়। এর থেকে স্পষ্ট, রাম মন্দির মামলার শুনানি পিছিয়ে দিতে চায় কংগ্রেস।এরপরেই জি নিউজের এডিটর ইন চিফ সুধীর চৌধুরীর প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন , বাংলায় আমরা ২০১৯-এর লোকসভা নির্বাচনে ২৩ টি আসন পাব । এর চেয়ে বেশি আসন পেতে পারে কম পাবো না।

Advertisement

বিরোধীদের মহাজোট নিয়ে প্রশ্ন করা হলে শাসক দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন , ”সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কোনও কারণ নেই। পাঁচ বছরের কাজ দেখিয়েই ভোট চাইবে বিজেপি। সাড়ে পাঁচ কোটি ঘরে পৌঁছে গিয়েছে বিনামূল্যের গ্যাস সিলিন্ডার। প্রায় ২ কোটি ঘর দেওয়া হয়েছে। ১৯ হাজার গ্রামে পৌঁছে গিয়েছে বিদ্যুত্”। অমিতের সংযোজন, ”সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া কথা ভাবনাতেই আনছি না। পশ্চিমবঙ্গেই ২৩টির বেশি আসন জিতব”। মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাজোটের তদ্বির নিয়ে অমিতের খোঁচা,”ক্ষমতায় থাকা ব্যক্তিরা নন, সাধারণ মানুষই সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন”।অমিত শাহ বলেন,”সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েই ক্ষমতায় আসবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধারণ মানুষই ক্ষমতায় দেখতে চান”। কিন্তু যদি একক সংখ্যাগরিষ্ঠতার আগেই থমকে যায় বিজেপি?

অমিতের আত্মবিশ্বাসী জবাব,”এটা হতেই পারে না। একক সংখ্যাগরিষ্ঠতা, এমনকি গতবারের চেয়ে বেশি আসন পেয়েই ক্ষমতায় ফিরবে বিজেপি”। আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও বিজেপি অপ্রত্যাশিত ফল করবে বলে তিনি দাবি করেন। রাজস্থানেও বিজেপি এবার জিতবে বলে আশা প্রকাশ করেন অমিত শাহ ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + one =