সমারোহে উদযাপিত হল পাঠভবন ডানকুনির ৩২-তম প্রতিষ্ঠা দিবস
নায়ীমুল হক: প্রতি বছরের ন্যায় এই বছরও শিশুবৃক্ষ রোপণের মাধ্যমে উদযাপিত হল পাঠভবন ডানকুনির ৩২ তম প্রতিষ্ঠা দিবস। এদিন স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য-গীত ও পাঠের সহযোগে পালন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। পাশাপাশি ছিলেন পাঠভবন সোসাইটির সেক্রেটারি দীপঙ্কর সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ,….. । এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা৷
বৃহষ্পতিবার, সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের সুত্রপাত হয়। ‘মরু বিজয়েরও কেতন উড়াও…. ‘ সুরে সুর মিলিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পড়ুয়ারা। এরপর অতিথি অভ্যর্থনার পর, প্রদীপ প্রজ্জ্বলন করেন অভ্যাগতরা। পাশাপাশি শিশুবৃক্ষটিকে রোপণ করেন প্রধান অতিথি শ্রীমতি পিয়ালি বসাক মহাশয়া। এদিন, পাঠভবনের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ, উমা সেহানবিশের প্রতিকৃতি উন্মোচন করা হয়। প্রতিকৃতির নেপথ্যে রয়েছেন পাঠভবন সোসাইটির সদস্য শ্রী বিশ্বনাথ দাশগুপ্ত মহাশয়।
এদিনের অনুষ্ঠানে পিয়ালি বসাক জানিয়েছেন,” এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে, সমস্ত ছাত্রছাত্রী রা যেভাবে অংশগ্রহন করে, সেটা খুবই দরকার। অনেক স্কুলেই গেছি সেখানে সকলে অংশগ্রহন করেনা কিন্তু এখানে যে সবাই করছে সেটা খুবই বড় ব্যাপার৷” পাশাপাশি তিনি পড়ুয়াদের পঠন পাঠনের পাশাপাশি পছন্দের বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এরপর ছাত্রছাত্রীরা তাসের দেশ নৃত্যনাট্যের একটি অংশও পরিবেশন করে।প্রতিষ্ঠা দিবস উদযাপনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কোল ইন্ডিয়ার চিফ ম্যানেজার শিব চন্দ্র কুমার, ড. আর্য রায়, স্কুল পরিদর্শক কিশোর কর্মকার, মনীষা সিং, উর্মিলা দাস, শুভ্রা চট্টোপাধ্যায় সহ শিক্ষা জগতের দিকপাল ব্যক্তিত্বরা।