সংসদে এবং বাইরে বুধবার ছিল রাহুলের দিন
বাংলার জনরব ডেস্ক: জাতীয় রাজনীতিতে বুধবারটি ছিল রাহুল গান্ধীর দিন অনাস্থা প্রস্তাবের উপর ভাষণ দিতে গিয়ে মনিপুর ইসুতে মোদিকে সরাসরি রাবণ বলে কটাক্ষ করা একই সঙ্গে এদিনই সংসদে আসার পথে স্কুটার দুর্ঘটনায় আহত এক পথযাত্রীকে দেখতে যাওয়া এই দুটি ঘটনায় সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
কংগ্রেসের টুইটার হ্যান্ডলে শেয়ার করা হয়েছে ভিডিওটি। কী দেখা যাচ্ছে ভিডিওয়? এক ব্যক্তি স্কুটার নিয়ে যাওয়ার সময় ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়েন। রাস্তার মাঝখানে পড়ে যান স্কুটার সমেত। সেই সময় রাহুল সংসদের পথে যাচ্ছিলেন। তাঁকে দেখা যায় ওই ব্যক্তির কাছে গিয়ে তাঁর খোঁজখবর নিতে। তিনি জিজ্ঞেস করেন, ”আপনি ব্যথা পাননি তো?” সংসদে অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বক্তব্য রাখার আগে তাঁর এই মানবিক আচরণ মন জিতে নিয়েছে নেটদুনিয়ার।
উল্লেখ্য, বুধবার লোকসভায় অনাস্থা বিতর্কে কংগ্রেস নেতাকে বক্তব্য রাখেন রাহুল। প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে তিনি তাঁর সঙ্গে তুলনা করেন ‘অহংকারী রাবণে’র। রাহুল বলেন, ”লঙ্কায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহংকারই সেই আগুন লাগিয়েছিল।” তিনি তোপ দেগে বলেন, ”গোটা দেশে কেরোসিন ছড়াচ্ছেন মোদি।”