দেশ 

চুরির শাস্তি হিসাবে প্রস্রাব খাইয়ে মার দুই কিশোরকে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই তৎপর উত্তরপ্রদেশ পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : চুরির শাস্তি হিসেবে দুই কিশোরকে মারধর করার পর প্রস্রাব খাওয়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরে। শুধু মারধর বা প্রস্রাব খাওয়ানো নয় তাদের গায়ে লঙ্কা ঘষে দেয়া হয় এবং ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে যোগী রাজ্যের এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলার জনরব।

ওই ভিডিওতে দেখা গেছে, কিশোরদের পোশাক খুলিয়ে তাদের গায়ে লঙ্কা ঘষে দিচ্ছেন এক ব্যক্তি। তারা চিৎকার করছিল, কিন্তু তার পরেও লঙ্কা ঘষে দেওয়া হচ্ছিল। এর পর দুই কিশোরের শরীরে হলুদ রঙের একটি তরল ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ৪ অগস্টের, পাথরা বাজার থানা এলাকার। এক কিশোরের বয়স ১০। অন্য জনের বয়স ১৫।

Advertisement

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিয়োটি পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তাঁদের মধ্যে ছ’জনকে চিহ্নিত করে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধার্থনগরের অতিরিক্ত পুলিশ সুপার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ