দেশ 

রাজস্থানেও ভাইপো সংকট! কংগ্রেস বিধায়কের ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রাজ্য জুড়ে চাঞ্চল্য

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজস্থানের কংগ্রেস সরকার বেশ খানিকটা কোন ঠাসা হয়ে পড়েছে। এবার রাজস্থানের এক কংগ্রেস বিধায়কের ভাইপোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কে কেন্দ্র করে চাপের মুখে কংগ্রেস সরকার। যদিও অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে কংগ্রেস বিধায়কের ওই ভাইপোকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ।

অভিযুক্তের নাম বীরেন্দ্র। স্থানীয়দের দাবি, তিনি বিধায়ক বাবুলাল বাইরওয়ার ভাইপো। তাঁর ব্যক্তিগত সহকারী হিসাবে কাজ করেন। এক মহিলাকে স্বাস্থ্য দফতরে কাজ দেওয়ার নামে বীরেন্দ্র ধর্ষণ করেন বলে অভিযোগ। দিন কয়েক আগেই বিধায়কের ভাইপোর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অবশেষে শনিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছেন, বীরেন্দ্রর সঙ্গে তাঁর স্বামীর আগে থেকেই পরিচয় ছিল। তাই মাঝেমধ্যেই তাঁদের বাড়িতে যাতায়াত করতেন। বীরেন্দ্র তাঁকে স্বাস্থ্য দফতরে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। সেই অছিলায় তাঁকে ধর্ষণ করেন। এমনকি সেই ঘটনার ভিডিয়োও করেন।

নির্যাতিতার আরও অভিযোগ, ঘটনাটি কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেন বীরেন্দ্র, শুধু তাই-ই নয়, ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলেও শাসান। তিনি বিষয়টি স্বামীর কাছে জানান। তার পরই মহিলার স্বামীর সঙ্গে বীরেন্দ্রর ঝামেলা শুরু হয়। অভিযোগ, সেই সময় মহিলার স্বামীকেও বেধড়ক মারধর করেন বীরেন্দ্র। মহিলার অভিযোগের ভিত্তিতে বীরেন্দ্রর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়।

এই ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়তেই বিধায়ক বাবুলাল দাবি করেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁর ভাবমূর্তিকে নষ্ট করতেই এ ভাবে নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। বিধায়কের দাবি, তাঁর ভাইপোর সঙ্গে এক ব্যক্তির হাতাহাতি হয়েছে মাত্র, কিন্তু সেই ঘটনাকে ধর্ষণ বলে সাজানো হয়েছে।

জয়পুর পুরসভার মেয়রের ঘুষ কাণ্ডে কংগ্রেস দল অনেকটাই ব্যাগ ফুটে চলে গিয়েছিল আবার বিধায়কের ভাইপো ধর্ষণকাণ্ডে জড়িয়ে যাওয়ায় বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেল। রাজস্থানে কংগ্রেস আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে।

এখন দেখার বিষয় এই সংকট থেকে কতটা বেরিয়ে আসতে পারবে রাজস্থান কংগ্রেস। তবে আসার কথা এই যে অন্যান্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের চেয়ে কংগ্রেস এখানে অনেকটাই নিজেদের অবস্থানকে স্পষ্ট করেছে। বিধায়কের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে মেয়রের স্বামীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে মেয়রকে পদ স্ত্রীকে থেকে সরিয়ে দিয়েছে রাজস্থান কংগ্রেস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ