প্রচ্ছদ 

বিরোধীদের অভিযোগ খারিজ কলকাতা হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে যাওয়ার ইঙ্গিত কংগ্রেসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া ইস্যুতে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদার স্পষ্ট জানিয়ে দেন নির্বাচন প্রক্রিয়ায় আদালত আর হস্তক্ষেপ করবেনা। তবে মঙ্গলবার হোয়াটসঅ্যাপে পাঠানো মনোনয়নকে মান্যতা দিল হাই কোর্ট। যা নজিরবিহীন সিদ্ধান্ত।বিরোধীদের অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না। সোমবার মনোনয়নের বর্ধিত দিনে ভাঙড়ের ৯ জন প্রার্থী হোয়াটসঅ্যাপে মনোনয়ন পাঠায়। এদিন পঞ্চায়েতের শুনানি চলাকালীন হাই কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে এই মনোনয়নগুলি গ্রহণ করার নির্দেশ দেয়। পাশাপাশি ওই ন’জনের নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় যাতে থাকে তাও নিশ্চিত করতে বলে আদালত। না হলেে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি। যদিও হাইকোর্টের এই রায়ে সন্তুষ্ট নয় কংগ্রেস। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস ডিভিশন বেঞ্চে যাচ্ছে বলে জানা গিয়েছে। যার ফলে ফের নির্বাচন প্রক্রিয়া ফের আইনি জটে পড়তে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরি বলেন, “আমাদের সদস্যরা মনোনয়ন জমা দিতে পারেননি। তাই ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিওকে হোয়াটসঅ্যাপে মনোনয়ন পাঠানো হয়। আদালত সেই মনোনয়নকে মনোনয়নকে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। যা ঐতিহাসিক রায়।’

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 + ten =