কলকাতা 

দুর্নীতির অভিযোগের জবাব ৭ মিনিটেই দিলেন নুসরাত, সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তরই দিলেন না, জনতার কাছে হেয় হচ্ছে তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : প্রতারণার অভিযোগ উঠেছিল তা নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য দেখা দিয়েছিল। প্রায় দেড় দিন ধরে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। সংবাদমাধ্যমে প্রতারণার খবর কয়েক দিন ধরে কান পাতলে শোনা যাচ্ছিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা নেতা এবং অধুনা বিজেপির নেতা শঙ্কুদেব পন্ডা অভিযোগকারীদের নিয়ে সোজা হাজির হয়েছিলেন ইডি দফতরে। ইডির দফতরে অভিযোগ জানানোর পরেই বসিরহাটের সাংসদ ঘোষণা করেছিলেন যেহেতু আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই আইনজীবীদের সঙ্গে কথা বলার পর তিনি এ বিষয়ে মুখ খুলবেন।

কিন্তু ঠিক দেড় দিনের মাথায় কার যুক্তিতে এবং কার পরামর্শে বসিরহাটের তৃণমূল সাংসদ প্রেসক্লাবে এসে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের জবাব দেবেন বলে জানিয়ে দিলেন তা নিয়ে সন্দেহ হয়। কিন্তু প্রেসক্লাবে হাজির হওয়ার পর তিনি মাত্র 10 মিনিটের মধ্যে যেভাবে সাংবাদিক সম্মেলন বন্ধ করে দিলেন তা নিয়ে তৃণমূল কংগ্রেস যে আরও বিপাকে পড়ে গেল তার বলার অপেক্ষা কর রাখে না।১০ মিনিটের মধ্যেই নিজের কথা বলে, প্রায় সমস্ত প্রশ্ন এড়িয়ে কলকাতা প্রেস ক্লাব চত্বর ছেড়ে বেরিয়ে গেলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরত জাহান।

নুসরতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি যে সংস্থার ডিরেক্টর ছিলেন, সেই সংস্থা ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের থেকে টাকা নিয়েও শেষে ফ্ল্যাট দেয়নি। উল্টে সেই টাকায় নায়িকা সাংসদ নিজের ফ্ল্যাট কিনেছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু। বুধবার সাংবাদিক বৈঠকে নুসরত জানান, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়ে নিজের ফ্ল্যাট কিনেছিলেন। সেই ঋণ সুদ-সহ ফিরিয়েও দিয়েছেন। কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন।

যদিও নুসরতের এই বক্তব্যের পরই সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন উড়ে আসে, ব্যাঙ্ক থেকে ঋণ না নিয়ে নুসরত কেন ওই সংস্থা থেকে ঋণ নিলেন? এই প্রশ্ন শুনে দৃশ্যতই মেজাজ হারিয়ে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান তৃণমূল সাংসদ।

বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তৃণমূলের লোকসভা সাংসদের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ এনেছিলেন সোমবার সন্ধ্যায়। মঙ্গলবার রাতে তাতে সুর মিলিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এর পরই বুধবার দুপুরে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডাকেন নুসরত। আড়াইটের সময় সেই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও নুসরত আসেন ২৫ মিনিট দেরিতে। ঠিক ৩টে বেজে ৫ মিনিটে প্রেস ক্লাব ছেড়ে বেরিয়ে যান বসিরহাটের সাংসদ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ