পঞ্চায়েতে বাম কংগ্রেসের জয়ী ৫ সদস্য যোগ দিলেন তৃণমূলে
বাংলার জনরব ডেস্ক : বাম কংগ্রেসের জয়ী প্রার্থীরা পঞ্চায়েত নির্বাচন সাঙ্গ হওয়ার মাসখানেকের মধ্যেই তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন।রবিবার মুর্শিদাবাদের সমশেরগঞ্জে তৃণমূলে যোগ দিলেন ৫ বিরোধী সদস্য। তৃণমূলে যোগদানকারীদের মধ্যে দিলেন কংগ্রেসের ৪ পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের এক সদস্য। সমশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন ওই পাঁচ পঞ্চায়েত সদস্য। এর ফলে পঞ্চায়েত বোর্ড গঠনের আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল শাসকদল।
এই যোগদান প্রসঙ্গে সমশেরগঞ্জের বিধায়ক আমিরুলের দাবি, ‘‘এই প্রার্থীরা ভোটের আগেই মানুষের কাছে বলেছিলেন যে, তাঁরা ভোটে জিতলে তৃণমূলেই যোগ দেবেন। সেই মতোই প্রার্থীরা যোগদান করেছেন।’’ তাহলে অন্য দলের প্রতীকে লড়াই করার মানে কী? ওই প্রার্থীদের অনুগামীরা জানাচ্ছেন, তৃণমূল থেকে টিকিট না পাওয়ায় অন্য দলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।
প্রতাপগঞ্জ অঞ্চলে কংগ্রেসের প্রতীকে জয়ী মহম্মদ এনামুল হক, গোকুলকুমার দাস, মলি খাতুন এবং সিপিএমের প্রতীকে জয়ী জৈদুর রহমান শাসকদলের পতাকা তুলে নেন। পাশাপাশি ভাসাইপাইকর পঞ্চায়েত থেকে জয়ী কংগ্রেস প্রার্থী আশরাফুল হকও শাসক দলে যোগ দেন। প্রত্যেকেই বলছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে উন্নয়ন করছেন, সেই যজ্ঞে আমরাও শামিল হলাম।’’ যদিও সমশেরগঞ্জে ব্লক কংগ্রেস সভাপতি ইমাম হোসেনের অভিযোগ, ‘‘জয়ী বিরোধী প্রার্থীদের ভয় এবং প্রলোভন দেখিয়ে শাসকদলে যোগদান করানো হচ্ছে।’’ ওই অভিযোগ অবশ্য নস্যাৎ করে দিয়েছে তৃণমূল।