বাংলার শিক্ষা আন্দোলনে আল আমিন মিশন এবং নুরুল ইসলামের অবদান স্বীকার করতেই হবে : শেখ হাফিজুর রহমান
হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অধীন উদয়নারায়নপুরের আল- আমিন -মিশন এবং বাংলার মুসলিম সমাজের শিক্ষা ও স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গেলে আল- আমিন -মিশনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নুরুল ইসলাম সাহেবকে নিয়ে আলোচনা করতে হয় । শ্রদ্ধেয় নুরুল ইসলাম সাহেব এর জীবন সংগ্রাম আমি জানি এবং উনি আমার ব্যক্তিগত পরিচিত।
নুরুল ইসলাম সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘ জীবন কামনা করি । এর সঙ্গে ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষাবিদদের যারা আল -আমিন মিশনকে দেখে সারা বাংলাতে মিশন কালচার কে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান( মিশন) তৈরির মাধ্যম দিয়ে ।একটা কথা অস্বীকার করা যাবে না আল আমিন মিশনকে প্রথম থেকে আর্থিক সাহায্য করে এসেছেন শিল্পপতি মোস্তাক হোসেন সাহেব এবং এখনো তিনি অনেক মিশনকে আর্থিক সাহায্য করছেন। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পশ্চিমবাংলায় আল আমিন মিশন, মৌলানা আবুল কালাম আজাদ মিশন, ফ্রন্টপেজ অ্যাকাডেমি সহ যে সমস্ত মিশন ও তাদের শাখা থেকে যে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অফিসার তৈরি হচ্ছেন তার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বাংলার মুসলিম সমাজের ।এই সমস্ত মিশনের প্রতিষ্ঠাতা এবং তাদের মুসলিম সমাজের আর্থিক মদতদাতারা ।
এই আর্থিক সাহায্যের অধিকাংশটা আসত মুসলিম সমাজের যাকাতের টাকাতে এবং বাকিটা অন্য দানের মাধ্যমে।আজকের মুসলিম সমাজের এই শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের কোন অবদান নাই। আজকের মুসলিম সমাজ তৈরিও স্বাবলম্বী হচ্ছে সম্পূর্ণভাবে মুসলিমদের সাহায্য নিয়ে অবিলম্বে সারা বাংলা তে যত মিশন ও তাদের শাখা সংগঠন ছড়িয়ে আছে তাদের সমস্ত কে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত প্রকারের সাহায্য করতে হবেে। যাতে এই মিশন গুলোর মাধ্যমে আরো বেশি বেশি করে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অফিসার তৈরি হয় এবং সারা বাংলা তে সার্বিকভাবে মুসলিম সমাজের উন্নয়ন ঘটে যাতে তারা ধর্মনিরপেক্ষ পশ্চিমবঙ্গে পিছিয়ে না পড়ে । এই দাবি করেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান।