রাজ্যজুড়ে শান্তিতে পালিত হচ্ছে মহরম, দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিধায়ক ইদ্রিস আলী
বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ ব্যাপি শান্তিতে মহরম পালিত হয়েছে , মহরম পালনকারীসহ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।
তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ খুব ভালো কাজ করেছে। বিধায়ক ইদ্রিস আলী বলেন,আজ আসুরা অর্থাৎ মহরমের দশম দিন। তিনি বলেন কারবালার প্রান্তে গনতন্ত্র বনাম রাজতন্ত্রের লড়াই হয়েছিল। গনতন্ত্র রক্ষা করতে গিয়ে পয়গম্বর হজরত মুহাম্মদ ( সা:)এর নাতি হজরত হোসেনকে প্রান দিতে হয়েছিল।তাই মহরম কোন আনন্দ উৎসবের দিন নয়, দুঃখের বা শোকের দিন। মহররমের সময় ধর্মপ্রান মুসলমানরা রোজা করেন, নামাজ পড়েন, গরীবদের দান করেন। আবার অনেক মুসলিম কারবালার ইতিহাসকে না জেনে বা ইসলামিক রীতি না মেনে অযথা হই হুল্লোড় করে,যা ইসলাম ধর্মের বিরুদ্ধে।
কলকাতার নাখোদা মসজিদের ইমাম মাওলানা ক্বারী সফিক কাশমি বলেন, লাঠি খেলা, তলোয়ার খেলা এবং মহরম উপলক্ষে আনন্দ উৎসব করা ইসলাম বিরোধী কাজ। বেলুড় মঠের মহারাজ স্বামী পরমানন্দ জী বলেন,রামনবমীতেও তলোয়ার প্রদর্শন এবং কোন মানুষের ক্ষতি করা হিন্দু ধর্ম বিরোধী।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এম এ আলি সকলকে ধন্যবাদ জানান। অন্যদের বক্তব্য রাখেন,ফাদার সঞ্জীব দাস, সর্দার কালু সিং,কামরুদ্দিন মল্লিক, আমিন আনসারী প্রমুখ। উল্লেখ থাকে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের উদ্যোগে, মহরম উপলক্ষে দুদিন আলোচনা সভা হয়,গত পরশু দিন কলকাতার প্রেস ক্লাবে এবং আজকে কলকাতার রিপন লেনে। আরো উল্লেখ থাকে গতকাল কলকাতার রিপন লেনে মহরম উপলক্ষে এক বিশাল মিছিল বের হয়। কলকাতার রিপন স্ট্রিট থেকে বের হয়ে মার্কোস স্ট্রীট,রফি আহমেদ কিদোয়াই রোড সহ বিভিন্ন জায়গায় পরিভ্রমন করে আবার রিপন স্ট্রীটে শেষ হয়।