কলকাতা 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া নিরাপত্তা উপদেষ্টা রুপ কুমার দত্ত কে ইনি? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো কর্ণাটক পুলিশের প্রাক্তন রুপকুমার দত্তকে। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা এই নিয়োগকে সবুজ সংকেত দিয়েছে। রুপ কুমার দত্ত যেমন কর্ণাটক পুলিশের ডিজি হয়েছিলেন একইভাবে তিনি সিবিআই এর  প্রাক্তন স্পেশাল ডিরেক্টর পদে ছিলেন।

সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এই নিয়োগের আলাদা তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর নতুন নিরাপত্তা উপদেষ্টা রূপক সিবিআইয়ের প্রাক্তন স্পেশাল ডিরেক্টর। বর্তমান পরিস্থিতিতে সেই পরিচয়কেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। প্রশাসনিক সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাঁকে কাজে লাগানো হলেও, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাঁর নিয়োগে অনুমোদন দেওয়া হয়। মূলত, বাংলার সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে পরামর্শ দেবেন রূপক।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ