বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের দাবি জানাল এস ডি পি আই
বিশেষ প্রতিনিধি: রাজ্যে শান্তি এবং সম্প্রীতির স্বার্থে অবিলম্বে তৃণমূল কংগ্রেসের ডাকা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি বাতিলের দাবি জানালেন এসডিপিআইয়ের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি এক প্রেস বিবৃতিতে বলেছেন,২১ জুলাই ধর্মতলার কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস ঘোষণা করে আগামী ৫ আগষ্ট রাজ্যব্যাপী বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করবে। আমরা মনে করি, নেতা কর্মী বা সাধারণ নাগরিক কারও বাড়ি ঘেরাও গণতান্ত্রিক রীতিনীতির ধারে কাছে যায় না। আগের দিনে এরই পূর্বতন রূপ ছিল “এক ঘরে” করে রাখা বা সামাজিক বয়কট।
আজকে এই জিনিস আইনত দন্ডনীয় অপরাধ। ব্যক্তির বাড়ি ঘেরাও করা কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। এটা সাধারণ নাগরিকদের মুখোমুখি সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার একটি ষড়যন্ত্র মূলক পরিকল্পিত কর্মসূচি। এই ঘেরাওকে কেন্দ্র করে বচসা বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা তখন রাজনৈতিক ঝামেলা বা তৃণমূল বিজেপির ঝামেলা বলে প্রচার হবে না। মিডিয়ার একাংশ হিন্দু মুসলিম ঝামেলা বলে প্রচার করবে। ফলে রাজ্যের যে কোন জায়গায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। এর উত্তেজনা অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। সামাজিক অশান্তি, বিশৃঙ্খলা ও সম্প্রীতি নষ্ট হওয়ার আশংকা থাকবে।
এই রকম একটা স্পর্শকাতর কর্মসূচিতে সাবধান ও সতর্কতার প্রয়োজন। আমাদের পরামর্শ বৃহত্তর ক্ষতির আশংকা থেকে দূরে থাকার জন্য এই কর্মসূচি থেকে বিরত থাকাই হবে দূরদর্শী ও বুদ্ধিমত্তার পরিচয়।
তৃণমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করছি পাঁচ তারিখের ঘেরাও কর্মসূচি তুলে নেওয়া হোক অথবা বিজেপির রাজ্য অফিস ঘেরাও হোক।