কলকাতা 

লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন, উনিশে আগস্ট রাজ্যে আসছে এক প্রতিনিধি দল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন শেষ না হতে না হতেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আজ শরীফ আর কলকাতার এক অভিজাত হোটেলে সব জেলা শাসকদের এবং রাজ্যের অন্যান্য শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার আরিজ আফতাব।লোকসভা ভোট প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।

যা কিনা নির্বাচন কমিশনের ভাষায় ফার্স্ট লেভেল মিটিং। এরপর এলাকার সমীক্ষা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন-সহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হবে। যার প্রাথমিক আলোচনাটা শনিবারই সেরে ফেলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

Advertisement

এরপর নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়া খতিয়ে দেখবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সূত্রের খবর, আগামী ১৯ আগস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ৩ সদস্যের এক প্রতিনিধি দল আসছে রাজ্যে। যার নেতৃত্বে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার নীতীশ ব্যাস (Nitish Vyas)। শুধু বাংলায় নয়, অন্যান্য রাজ্যেও এই ধরনের প্রতিনিধি দল যাবে।

কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ১৬ মে। তার আগেই শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ