কলকাতা 

পঞ্চায়েত ভোট নিয়ে মামলার পাহাড় ঘিরে অসন্তোষ ব্যক্ত করলেন স্বয়ং প্রধান বিচারপতি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পঞ্চায়েত ভোট নিয়ে মামলার পাহাড় ঘিরে নিজের অসন্তোষ ব্যক্ত করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।সোমবারই এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলে স্বয়ং প্রধান বিচারপতি এ ব্যাপারে বিরক্তি প্রকাশ করলেন। পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে সাধারণ মামলা শোনা যাচ্ছে না বলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বললেন, ‘‘গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা দায়ের হচ্ছে। পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না।’’

গত ৮ জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে রাজ্যে। তার পর থেকেই পঞ্চায়েত সংক্রান্ত একের পর এক মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। পঞ্চায়েত ভোটের শিরে সংক্রান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সব মামলা দ্রুত শুনানিও করতে হয়েছে। স্বয়ং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হয়েছে বহু মামলার শুনানি। কিন্তু ভোট শেষ হলেও মামলা থামেনি। হাই কোর্টে এখন বিরোধীরা মামলা করছেন ভোটের হিংসার অভিযোগের বিচার চেয়ে। তা নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

Advertisement

মঙ্গলবার হাই কোর্টের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত ভোটের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন আইনজীবী। তাঁরা দ্রুত শুনানির আর্জি জানালেই বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘‘পঞ্চায়েত মামলার ভিড়েই অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ