বাড়ি কেনার অপরাধে তোলাবাজির শিকার শিক্ষক! অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে
বাংলার জনরব ডেস্ক : বাড়ি কিনে মস্ত বিপদে পড়েছেন খড়দার এক শিক্ষক মহাশয়। বাড়ি কেনার জন্য ওই শিক্ষক মহাশয় কে 5 লক্ষ টাকা চেয়েছেন খড়দা পুরসভার তৃণমূল কাউন্সিলর আর এই টাকা চাওয়ার কথা তিনি পুলিশে অভিযোগ করায় বাড়িতে থাকতে পারছেন না বলে অভিযোগ। যদিও তৃণমূল কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার বিবরণে জানা যাচ্ছে, আগরপাড়া সাউথ তারাপুকুর রোডের বাসিন্দা শিক্ষক সোমনাথ সর্দারের দাবি, বছর দেড়েক আগে তিনি একটি বাড়ি কেনেন। অভিযোগ, বাড়ি কেনার জন্য তাঁর অফিসে ডেকে পাঠিয়ে ৫ লক্ষ টাকা তোলা চান স্থানীয় তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেব।
অভিযোগ, টাকা না দেওয়ায় বৃহস্পতিবার শিক্ষকের বাড়িতে চড়াও হয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। শিক্ষকের ভাইকে মারধর করা হয়। কাউন্সিলরের সঙ্গে দেখা না করলে বড়সড় বিপদে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বাড়িতে এসে অশ্লীল ভাষা ব্যবহার করে থ্রেট দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষকের বাড়ির বাসিন্দারা।