জেলা 

ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা ফেটে আহত চার ISF কর্মী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা ফেটে আহত হলেন চার জন। এঁদের মধ্যে দু’জন নাবালক। একজনের বয়স ১৯ এবং একজন ৩৩ বছর বয়সি যুবক। আর প্রত্যেকেই আইএসএফ সমর্থক।

এদিন চালতাবেড়িয়ার খাস আইএসএফের ঘাঁটিতেই দিন দুপুরে বোমা ফেটে আহত হলেন আইএসএফের চার সমর্থক। এঁদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।

Advertisement

আহতদের নাম ইমরান মোল্লা (১৬), ইঞ্জামুল মোল্লা (১৭), সাকির হোসেন মোল্লা (১৯) এবং রাফিক মোল্লা (৩৩)। এঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য এবং চারজনই মানি ব্যাগ বানানোর কাজ করতেন বলে পারিবারিক সূত্রে খবর।

এই ঘটনাটি ঘটেছে চালতাবেড়িয়ার চকমরিচা গ্রামে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর বাসন্তী হাইওয়ে দিয়ে আহতরা পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়েই কাঁটাতলা এলাকা থেকে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তাঁদের ধরে ফেলে ৷ নির্বাচন পরবর্তী হিংসা এবং অশান্তি এড়াতে ভাঙড় জুড়ে মোতায়েন করা আছে অতিরিক্ত পুলিশ৷ বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশ পিকেট৷ পালানোর সময়েই পুলিশের চেকিংয়ে ধরা পড়েন চার জন। আহত হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ