জেলা 

এনআইএ- র হাতে গ্রেফতার বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এনআইএ র হাতে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ ।সোমবার এই ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটিতে। এদিন তৃণমূলের ওই প্রার্থীকে নলহাটি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পর তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।

বীরভূমের নলহাটি-১ ব্লকের বানিওর পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মনোজ ঘোষ। তিনি এ বার পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী। সোমবার তাঁকে নলহাটি থানায় ডেকে পাঠিয়েছিল এনআইএ। তাঁকে দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। মনোজের বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ সূত্রে জানা গিয়েছে। প্রচুর বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ওই তদন্তকারী সংস্থাটি।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুন মনোজের ক্রাশারের দফতরে হানা দেয় এনআইএ। সেখান থেকে ব্যাগবোঝাই বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন এনআইএ আধিকারিকরা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, মনোজের দফতর থেকে প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর এবং ২ হাজার ৭০০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এনআইএ। ওই কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনোজ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ