নবান্নে চলল গুলি, ভাগ্য জোরে বেঁচে গেলো আধিকারিকগণ
নিজস্ব প্রতিনিধি : নবান্নে চলল গুলি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। রাইফেলে গুলি ভরার সময়ই অসাবধানতাবশত রাইফেল থেকে ছিটকে যায় একটি গুলি। তবে গুলি কারও গায়ে লাগেনি। ফলে বড়সড় বিপত্তি থেকে অল্পের জন্য রক্ষা মিলল। তবে সচিবালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে উচ্চপর্যায়ের কর্তা ব্যক্তি থেকে বহু কাজে বহু সাধারণ মানুষের আনাগোনা, সেখানে এরকম একটি ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। গুলি চলার ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
নবান্ন সূত্রে খবর, এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ গুলি চলে নবান্নের নর্থ গেটের কাছে ৷ সেখানে এক নিরাপত্তারক্ষীর বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় ৷ পুরোটাই অসাবধানতাবশত হয়েছে বলে জানা গিয়েছে৷