স্যাটের কাছে সময় চাইল , ডিএ নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ রাজ্য ,৬ ডিসেম্বর স্যাটের কাছে জমা দিতে হবে হাইকোর্টের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি : কলকাতা হাইকোর্টে ডিএ মামলার রায়ের পুনর্বিবেচনা করার জন্য করেছে রাজ্য সরকার । কিন্ত হাইকোর্টের বিচারপতি ছুটিতে থাকার কারণে কোর্টের রায় পাওয়া সম্ভব হয়নি। সে কারণে বৃদ্ধি করা হোক হলফনামা জমা দেওয়ার দিন। গতকাল আবারও স্যাটের কাছে এই আবেদন রাখে রাজ্য সরকার। রাজ্যের এই আবেদনের ভিত্তিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের বিচারপতি রাজ্যকে জানিয়ে দিয়েছেন, ৬ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই দিনে জমা দিতে হবে কোটের রায় সহ এই সংক্রান্ত তথ্য। আর রাজ্য সরকার হাইকোর্টের রায় ওইদিন জমা দিতে না পারলে স্যাট নিজের মত করে রায় প্রদান করবে । কারণ হাইকোর্ট দু‘মাসের মধ্যে এই মামলার নিস্পত্তি করতে বলেছে ।
উল্লেখ্য ,মহার্ঘ ভাতার মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্যাটকে দায়িত্ব দিয়েছিল । ডিভিশন বেঞ্চের নির্দেশ মত স্যাট সরকার পক্ষকে ২৪ সেপ্টেম্বর এবং আবেদনকারীকে ৩ অক্টোবরের মধ্যে হলফনামা পেশ করতে বলে। নির্ধারিত এই সময়ের মধ্যে সরকারপক্ষ ও আবেদনকারী কেউই হলফনামা পেশ করেনি। ৪ অক্টোবর মামলাটি ওঠে স্যাটে। হলফনামা জমা না দেওয়ার কারণ দেখায় সরকারপক্ষ। ফাইল খুঁজে পাওয়া যায়নি বলে হলফনামা দেওয়া সম্ভব হয়নি বলেই জানান সরকারি আইনজীবী। ১৪ নভেম্বর হলফনামা ছাড়াই মামলার শুনানি হয় স্যাটে। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয় হলফনামা দেওয়ার দিন বৃদ্ধি করতে হাইকোর্টে আবেদন জানিয়েছে তারা। ১৫ নভেম্বর রাজ্যকে হাইকোর্টে আবেদন করার নথি পেশ করতে বলে স্যাট। ওই দিনই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের আইনজীবী সর্দার আমজাদ আলি জোরালো সওয়াল করেন।
বিচারকরা জানিয়ে দেন শুনানির পর্ব শেষ হয়েছে। যাবতীয় কোর্ট অর্ডারের নথি স্যাটকে জমা দেওয়ার নির্দেশ ছিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের কাছে। সেইমতো কোর্ট অর্ডারের নথি জমা দেয় তারা। গতকাল হলফনামা জমা দেওয়ার কথা ছিল রাজ্যের। সেইমতো স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে হাজির হয়েছিল রাজ্য সরকার। কিন্তু তারা কোনও নথি দিতে পারিনি। রাজ্যের তরফ থেকে জানানো হয়, বিচারপতি বাইরে রয়েছেন। রাজ্যের দাবি অনুযায়ী, ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে স্যাট। ওই দিনই রায়ের কপি জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।