বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা: আজব ভোট/ সেখ আবদুল মান্নান

শেয়ার করুন

আজব ভোট

সেখ আব্দুল মান্নান

জনমনে ভাই যেমনি বেজেছে

পঞ্চায়েত ভোটের সিম্ফনি

Advertisement

দিকে দিকে হয়েছে শুরু

লাঠালাঠি আর খুনোখুনি।

আগে ভোটে নানা দলে

থাকত মিলন ছবি,

গেল কোথায় সেই সংস্কৃতি

অবাক হয়ে ভাবি‌!

পঞ্চায়েত ভোটে শাসক দল

যতনা আজ ব্যস্ত

বিরোধী দলের সমর্থকেরা যেন

প্রাণ সংশয়ে ত্রস্ত!

আগে ভোটে যেত না দেখা

নেতানেত্রীর টিকি,

সকাল সন্ধ্যে তাদেরই দেখি

ভোটারের মাখামাখি।

সন্ধ্যে হলেই টিভির পর্দায়

তর্কের তুফান ছোটে

শাসক বিরোধী বক্তার কথায়

ফানুসে বেলুন ফাটে।

তাদের বাক যুদ্ধ দেখে

দর্শক ভাবে লড়াই

দলের জন্যেই জীবন দেব

মৃত্যু ভয়কে থোরাই।

গ্রামে গ্রামে চলছে আজ

দলে দলে যুদ্ধ

ছুঁতো পেলেই হচ্ছে তারা

একে অপরে ক্রুদ্ধ।

লাঠি সোটা তীর ধনুক

বোমা পিস্তল নিয়ে

দলের সেবক প্রমাণ দিতে

পড়ছে তারা ঝাঁপিয়ে।

দু’চার লাশ পড়ছে পড়ুক

নেই পরোয়া তাতে

এবার ভোটে যেনতেন ভাবে

তার দলটাই জেতে।

দলের মোহে অন্ধ সবাই

বিবেক গেছে ভুলে

ভোটের বাক্স ভরতেই হবে

দাও ভোট প্রাণখুলে।

___________________


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ