দেশ 

নরেন্দ্র মোদীর ‘হিন্দু-মুসলিম রোগ’ রয়েছে তীব্র ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে মুসলিম সংরক্ষণ চালু করতে না পারার পেছনে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও ।

বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমনকরলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।  তিনি বলেন, নরেন্দ্র মোদীর  ‘হিন্দু-মুসলিম রোগ’ রয়েছে। আর এই রোগের কারণেই তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তেলেঙ্গানাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে না পারার জন্য তিনি  দায় চাপিয়েছেন প্রধানমন্ত্রীর উপরেই।

Advertisement

মুসলিম সংরক্ষণে প্রধান বাধা কেন্দ্র । কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে  তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও নির্বাচনী জনসভায় বলেন, তেলেঙ্গানায় মুসলিমদের জন্য চাকরি ও শিক্ষার ১২ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
কেআরসি বলেন, আমি মোদিজির কাছে ৩০টি চিঠি লিখেছি, কিন্তু কোনও প্রতিক্রিয়া পাইনি। হিন্দু ও মুসলমানদের নিয়ে বিতর্কের নিয়েই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে সরকারের। তেলেঙ্গানার উন্নয়নে কেন্দ্রের কোনও দৃষ্টি নেই। নতুন রাজ্য হওয়ায় যে সুবিধা দেওয়া দরকার, তা দেয়নি কেন্দ্রীয় সরকার।

আসলে এই রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে মুসলিম ভোট বড় ভূমিকা নেয় । সেই কারণে এবারের ভোট মুসলিম সংরক্ষন ইস্যু হয়ে উঠেছে ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

12 + twelve =