দেশ 

ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেল কী এবার বন্ধের মুখে ? নাকি মুনাফার উদ্দেশেই নতুন প্লান বাজারে আনছে দুই টেলিকম সংস্থা

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এবার কি ভোডাফোন আইডিয়া ও ভারতী এয়ারটেল  এক প্রকার বন্ধ হতে চলেছে বন্ধ না হলেও কারণ এই  দুই সংস্থার এআরপিইউ বা অ্যাভারেজ রিয়ালিজেশন পার ইউজার – গ্রাহক যাঁরা মাসে ৩৫ টাকার কম একটি সংযোগে খরচ করেন – তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এমনই ভাবনাচিন্তা চলছে।এই গ্রাহকদের সংখ্যা সবমিলিয়ে ২৫ কোটি। বেশিরভাগই ২জি গ্রাহক। তার মধ্যে এয়ারটেলের রয়েছে ১০ কোটি গ্রাহক যাঁরা মাসে ৩৫ টাকার কম একটি মোবাইল সংযোগে খরচ করেন।

আর ভোডাফোনের এমন গ্রাহক রয়েছে প্রায় ১৫ কোটি। তবে দুই সংস্থাই ন্যূনতম ৩৫ টাকা মাসিক রিচার্জের প্ল্যান নিয়ে হাজির হয়েছে। ভারতীয় এয়ারটেলের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিট্টল জানিয়েছেন, সবমিলিয়ে ৩৩ কোটি গ্রাহকের মধ্যে একটি বড় সংস্থা টেলিকম থেকে এসেছিল। বাকী এয়ারটেলের ছিল। তবে সবমিলিয়ে এমন সংযোগের সংখ্যা ১০ কোটি। ভোডাফোন আইডিয়া সিইও বলেশ শর্মা বলেছেন, এই ব্যবহারকারীদের বেশিরভাগই আনলিমিটেড ইনকামিং ব্যবহার করেন গড়ে প্রতি মাসে ৩৫ টাকারও কম ব্যালান্স ভরে। এই দিকেই নজর দেওয়া হচ্ছে। তাদের অন্তত ৩৫ টাকা প্রতি মাসে প্যাকেজ ভরতে নতুন প্যাকেজ আনা হয়েছে।

Advertisement

ঘটনা হল, মাসে ৩৫ টাকা রিচার্জের পিছনের অঙ্কটি খুব সোজা। বর্তমানে এয়ারটেলের এই ১০ কোটি গ্রাহকদের থেকে রাজস্ব আসে ১২০০ কোটি। এদের মধ্যে অর্ধেকও ৩৫ টাকার প্ল্যানকে আপন করে নিলে আয় বেড়ে ২১০০ কোটিতে পৌঁছে যাবে। ভোডাফোনের ক্ষেত্রে ১৫ কোটি গ্রাহকের অর্ধেক নতুন প্ল্যান আপন করে নিলে বর্তমানে বার্ষিক ১৮০০ কোটি টাকা আয় বেড়ে ৩১৪৪ কোটি টাকায় পৌঁছে যাবে।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 + one =