অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে দাঁড়ালেন দলিত নেত্রী মায়াবতী
বাংলার জনরব ডেস্ক: নরেন্দ্র মোদীর একটি চালে বিরোধী ঐক্যের ফাটল দেখা দিয়েছে। মোদি সরকারের স্বৈরতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৭টি বিরোধীদলের বৈঠক হয় পাটনা শহরে। সেই বৈঠকের একদিন পরেই নরেন্দ্র মোদির মধ্যপ্রদেশে বিজেপির কার্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বলেন। এরপরেই দেখা যায় অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে কথা বলতে শুরু করে মোদি সরকারের বিরুদ্ধে সব সময় খড়্গ হস্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তারপরেই দেখা যায় শিবসেনার উদ্ধব ঠাকরে সরাসরি অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে মত প্রকাশ করতে বিরোধী পক্ষের এই ফাটলের পরে এবার অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে দাঁড়ালেন বিএসপির সুপ্রিমো মায়াবতী।
মায়াবতী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ আছে সংবিধানেই। তাই এর বিরোধিতার কোনও প্রশ্ন ওঠে না। বিএসপি (BSP) নেত্রীর বক্তব্য,”আমরা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করছি না। আমরা এর বিরুদ্ধে নই। তবে বিজেপি যেভাবে এটা চাপিয়ে দিতে চাইছে, আমরা সেই চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরোধী। বিজেপির (BJP) উচিত অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আগে সবদিক বিচার বিবেচনা করা।”
বিএসপি নেত্রী বলছেন,”আমাদের দল অভিন্ন দেওয়ানি বিধির (UCC) পক্ষে। কিন্তু বিজেপি যেভাবে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তার বিরুদ্ধে। এভাবে এই ইস্যু নিয়ে রাজনীতি করা বা জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়।” বস্তুত অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে মায়াবতীর এই অবস্থান অনেকটা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মতো। খানিকটা আপের সুরেই ধরি মাছ না ছুঁই পানির মতো অবস্থান নিচ্ছে বিএসপি। একই অবস্থান শিব সেনার উদ্ধব শিবিরেরও।
প্রসঙ্গত বলা প্রয়োজন আগামী ২০ শে জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ।এই অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হতে পারে ।তার আগে বিজেপি এ কথাটা বাজারের ছড়িয়ে দিয়ে বিরোধীদের ঐক্যটা লক্ষ্য করল।