কলকাতা 

১১ ঘন্টা জেরার পর, ৫ই জুলাই সায়নীকে ফের তলব করল ইডি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শাসক দল তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষকে গতকাল তলব করেছিল ইডি। শিক্ষক নিয়োগ মামলার তদন্তের জন্য এই তলব বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের যোগাযোগ রয়েছে এরই প্রেক্ষিতে এই যুবনেত্রীকে তলব করা হয়েছিল। যথারীতি সময় মেনে তৃণমূলের যুবনেত্রীর সায়নী ঘোষ ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন প্রায় ১১ ঘণ্টা পর দফতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে সায়নী ঘোষ বলেছিলেন আমি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে একশ শতাংশ সহযোগিতা করেছি। এরপর প্রয়োজন হলে ১১ ঘন্টা কেন এই দপ্তরে বসে ২৪ ঘন্টা সহযোগিতা করতে রাজি আছি।

গতকাল রাতে সাংবাদিকদের কাছে এ কথা বলার পর সায়নী ঘোষ বাড়ি ফিরেই জানতে পারেন আবার পাঁচই জুলাই বুধবার তাকে তলব করেছে ইডি। প্রশ্ন উঠছে যে বারবার একজন জনপ্রিয় নেত্রীকে তলব করা হচ্ছে কেন? যদি সত্যিই কিছু থেকে থাকে, তার দুর্নীতি প্রমাণিত হয়ে থাকে তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? কেন্দ্রীয় এজেন্সি এইভাবে মানুষকে হেনস্তা করার সত্যিই অধিকার পায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে!

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ