জেলা 

জেল হেফাজতের ৩২৩ দিন পরেও জামিন পেলেন না অনুব্রত!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : যেকোনো শর্তে জামিন চেয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী কিন্তু আজও জামিন হলো না সময়ের বিচারে ৩২৩ দিন জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার আসান আসানসোলের সিবিআই আদালত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দেন। অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি তাকে জামিন দিলে মামলা প্রভাবিত হতে পারে সাক্ষীদের ভয় দেখাতে পারে এই বার্তা আদালতে দাঁড়িয়ে দেন সিবিআই এর আইনজীবী।

শুক্রবার নেটওয়ার্ক সমস্যা থাকায় তিহাড় জেলবন্দি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ভারচুয়াল শুনানি হয়নি। অনুব্রতর হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তিনি বলেন, “আমার মক্কেল (অনুব্রত) গত বছরের ১১ আগস্ট থেকে জেলবন্দি। তাঁর বিরুদ্ধে পাঁচটি চার্জশিট জমা পড়েছে। কবে ট্রায়াল শুরু হবে তা জানা যাচ্ছে না।” সিবিআইয়ের আইনজীবী জয় কিষাণ বলেন, “অনুব্রত ভীষণ প্রভাবশালী ব্যক্তি। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে চলছে। এই সময় তাঁকে জামিন দেওয়া হলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।” অনুব্রতর আইনজীবীর প্রশ্ন, “ভিন রাজ্যে রয়েছেন অনুব্রত। ওখানে থেকে বসে কী প্রভাব খাটানো সম্ভব?”

Advertisement

দু’পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যকে প্রশ্ন করতে শুরু করেন। বলেন, “২৮৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আর কত লাগবে?” প্রত্যুত্তরে সুশান্তবাবু জানান, “নতুন নতুন তথ্য উঠে এসেছে। তার জন্য কয়েকজন সাক্ষীর বয়ান প্রয়োজন।” বিচারক রাজেশ চক্রবর্তী জানতে চান, “আর কতদিন তদন্ত চলবে?” সুশান্ত ভট্টাচার্যের দাবি, খুব দ্রুত চূড়ান্ত পর্বে চার্জশিট জমা দেওয়া হবে।” শুনানি শুনে বিচারক রায়দান সাময়িক স্থগিত রাখেন। এরপর ঘণ্টাদুয়েক পর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ