রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ৩১ জন পঞ্চায়েত প্রার্থী!
বাংলার জনরব ডেস্ক : গ্রেফতার হতে পারি যে কোন সময় অবিলম্বে আমাদেরকে রক্ষা কবজ দেয়া হোক এই আবেদন করেকলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত নির্বাচনের ৩১ জন ৩১ জন কুড়মি প্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে ৩১ জন প্রার্থী আবেদন করেছেন। শুক্রবার মামলাটি শুনানি হতে পারে।
ঘটনার বিবরণে জানা গেছে,গত মে মাসে অভিষেকের নবজোয়ার যাত্রা কর্মসূচির সময়ে তাঁর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল কুড়মিদের বিরুদ্ধে। সেই ঘটনায় রাজ্যের মন্ত্রী তথা আদিবাসী নেত্রী বিরবাহা হাঁসদা আহত হন। অভিষেকের কনভয়ের গাড়িতে হামলার ঘটনায় এর পর গ্রেফতার করা হয় কয়েকজন কুড়মি নেতাকে। গ্রেফতার হন বেশ কিছু কুড়মি আন্দোলনকারীও। হামলার ঘটনা খতিয়ে দেখার তদন্তভার দেওয়া হয় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিকে। যদিও গ্রেফতার হওয়া কুড়মি নেতা রাজেশ মাহাতো সেই সময় এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিলেন।
অন্য দিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সেই সময় কুর্মিদের ক্লিনচিট দিলেও পরে অভিষেক বলেছিলেন, কুড়মিদের বিক্ষোভে তিনি ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেছেন! এমনকি, হামলার ঘটনায় সত্যিই কুড়মিরা রয়েছে, নাকি তাঁদের সামনে রেখে অন্য কেউ এই কাজ করিয়েছেন, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতেও বলেছিলেন অভিষেক। সেই সময়েই অভিষেক হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘যারা করেছে, তাদের সবাইকে চিহ্নিত করেছি। প্রশাসনও চিহ্নিত করে ব্যবস্থা নেবে। ভদ্রতার খাতিরে গাড়ি থেকে নেমে হেঁটেছি। খেলা তুমি শুরু করেছো, আমি শেষ করব।’’