মোদি বিরোধী জোটের পরবর্তী বৈঠক সিমলায় নয় হবে বেঙ্গালুরুতে জানালেন শারদ পাওয়ার
বাংলার জনরব ডেস্ক : আগামী তেরো ও ১৪ ই জুলাই কর্নাটকের বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে এ কথা জানিয়েছেন এন সি পি নেতা শারদ পাওয়ার। এই বৈঠক হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে কিন্তু পরবর্তী পরিস্থিতিতে জায়গা পরিবর্তন করা হয়েছে বলে শারদ পাওয়ার জানিয়েছেন।
এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে বলে শারদ পাওয়ার আভাস দিয়েছেন। উল্লেখ্য মোদি বিরোধী জোট গড়ার লক্ষ্যে গত 23 শে জুন পাটনায় ১৭টি বিরোধী দলের বৈঠক হয় সেখানেই ঠিক হয়েছিল এর পরবর্তী বৈঠক হবে হিমাচল প্রদেশের সিমলায়। কংগ্রেস শাসিত রাজ্য সিমলাতে বৈঠক নিয়ে কোন বিরোধীদলের আপত্তি ছিল না এটা যেমন ঠিক তেমনি সবদিক বিচার বিবেচনা করে কংগ্রেস বেঙ্গালুরুতে এই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার শারদ পাওয়ার এ বিষয়ে বলেন, ‘‘আগামী ১৩-১৪ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক হবে।’’ প্রসঙ্গত, গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পটনায় ১৫টি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন পরের বৈঠক হবে শিমলায়। বিরোধী শিবির সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্থির হয়েছিল ১২ জুলাই বৈঠক হবে।