মোগলদের স্মৃতি দিল্লি থেকে মুছে দিতে চাইছে মোদি সরকার ঔরঙ্গজেব লেনের নাম পরিবর্তন
বাংলার জনরব ডেস্ক : মোদি সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়নের চেয়ে রাস্তাঘাটের নাম পরিবর্তন লক্ষণীয়। ইতিহাস থেকে মুসলিম শাসকদের মুছে দেওয়ার যে উদ্যোগ বর্তমান শাসক দল নিয়েছে তারই প্রভাব পড়ল এবার দিল্লিতে। ৮ বছর আগে দিল্লির ঔরঙ্গজেব রোডের নাম পরিবর্তন করে ডঃ এপিজে আবদুল কালামের নাম রাখা হয়েছিল ২০১৫ সালের আগস্ট মাসে। এবার ঔরঙ্গজেব লেনের নাম পরিবর্তন করে রাখা হলো ড. এপিজে আবদুল কালাম। বুধবার নয়াদিল্লি পুর পরিষদ (এনডিএমসি)-এর এক বৈঠকে এই নাম বদল সংক্রান্ত প্রস্তাবটিতে সিলমোহর দেওয়া হয়েছে বলে সংস্থার ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সভাপতি এস কিউ আর ইলিয়াস বলছেন, ‘‘ওঁদের কাছে ঐতিহাসিক চরিত্র বা মোগল সম্রাটদের নামের লম্বা তালিকা আছে, যে নামগুলো ওঁরা মুছে ফেলতে চান।’’
ইতিহাসবিদ নারায়ণী গুপ্তের মতে, ‘‘নয়াদিল্লিতে নতুন রাজধানী তৈরির সময়ে ঔরঙ্গজেব রোডের মতো একগুচ্ছ নাম দিয়েছিল ব্রিটিশ শাসক। সেন্ট স্টিফেন’স কলেজে পার্সিভাল স্পিয়ার তখন ইতিহাস পড়াতেন। তিনি এমন নাম বাতলে দিয়েছিলেন। কাজেই নামকরণেরও ইতিহাস আছে। নিছক একটা নাম-লেখা পোস্টের বদলে কালামের উদ্দেশে সত্যিকারের শ্রদ্ধার্ঘ্য হতে পারত ছোটদের জন্য তৈরি করা একটা বিজ্ঞান প্রদর্শশালা।’’