হরিনাভি স্কুলে নবীন বরণ
নিজস্ব প্রতিনিধি : সার্ধশত বর্ষ উত্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনার ঐতিহ্য মন্ডিত হরিনাভি ডিভিএএস হাইস্কুল-এর একাদশ শ্রেণির তিন শতাধিক নবাগত ছাত্র ছাত্রী নিয়ে আজ বুধবার ‘নবীন বরণ ২০২৩’ সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল। ছাত্র-ছাত্রীদের নৃত্য গীত সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন। ঝুমুর গান, বিহু গান, ছৌ নৃত্যে জমজমাট হয়ে ওঠে এদিনের সমগ্র আয়োজন।
সকলকে শুভেচ্ছা জানিয়ে সূচনা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম জিৎ মন্ডল। ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ইতিহাস প্রসিদ্ধ এই বিদ্যালয়ের সুনামের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদেরই। লেখাপড়ার সমস্ত রকম সুযোগ-সুবিধা তোমরা পাবে তোমাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাদের কাছে।তোমরা দেখবে, পড়াশোনার পাশাপাশি নানা রকম সহ পাঠক্রমিক কর্মকাণ্ডে কত এগিয়ে আমাদের বিদ্যালয়!
এরপর উদ্বোধনী সঙ্গীতের পর দ্বাদশ শ্রেণির ছাত্রীরা চন্দনের ফোঁটা, গোলাপ ফুল, স্কুল এর নামাঙ্কিত কলম ও মিস্টির প্যাকেট নবাগত ছাত্র ছাত্রীদের উপহার হিসেবে তুলে দেয়। সমস্ত অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন শিক্ষক জহরলাল নাইয়া।