মনোনয়নপত্র প্রত্যাহার না করলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বাম প্রার্থীদের প্রতি হুমকির প্রেক্ষিতে প্রধান বিচারপতির কড়া পদক্ষেপ
বাংলার জনরব ডেস্ক : মনোনয়নপত্র তুলে না নিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এই হুমকি দিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলে প্রধান বিচারপতির অভিযোগ করলেন দুই বাম প্রার্থী।
জেলে যাওয়ার ভয়েই মনোনয়ন প্রত্যাহারে করে নেন সিপিএমের দুই প্রার্থী। আজ মঙ্গলবার এই মামলা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠলে মামলাকারীদের আবেদন শুনে রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। একই সঙ্গে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কালীনগর গ্রাম পঞ্চায়েতের আলাদা দু’টি আসনে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন শ্যামল মণ্ডল এবং রেশমা অঙ্কুজি। তাঁদেরই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে আদালতকে জানিয়েছিলেন তাঁদের আইনজীবী শামিম আহমেদ। মামলাটি মঙ্গলবার শুনানির জন্য উঠেছিল প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘মামলাকারীদের অভিযোগ নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখতে হবে কমিশনকে। এর জন্য তাদের একটি দল গঠন করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দিতে হবে কমিশনকে।’’ আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।