জেলা 

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কলকাতা হাইকোর্টের নির্দেশমতো আজ রবিবার ২৫ শে জুন থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন। নওশাদ সিদ্দিকী এক বিবৃতিতে জানিয়েছেন,রাজ্য ও কেন্দ্র সরকারকে জানিয়েও কোনরকম নিরাপত্তা না পাওয়ার কারনে মাননীয় হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলাম।

কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে নির্দেশ দিয়েছিল আমার নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে। সেই অনুযায়ী আজকে বেলা চারটের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) সাতজনের একটা টিম আমার বাড়িতে এসে পৌঁছায় এবং আমার  নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে।

Advertisement

কোন ক্যাটাগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সে বিষয় এখনো স্পষ্ট হয়নি,  আগামীকাল কলকাতা হাইকোর্টে আমার নিরাপত্তা বিষয়ক মামলা শুনানি আছে হয়তো সেখানে বিস্তারিত  জানতে পারবো।

জানা গেছে নওশাদের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার সাধারণ মানুষ। এ কথা ঠিক নওশাদের নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার ফলে এই রাজ্যের সচেতন নাগরিকরা আশ্বস্ত হয়েছেন। কারণ বাংলার ধর্ম নিরপেক্ষ বিরোধীদলের একমাত্র বিধানসভার সদস্য হলেন নওশাদ সিদ্দিকী, তার নিরাপত্তা শওকত মোল্লার আগে দেয়া উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু রাজ্য সরকার সওকাত মোল্লাকে নিরাপত্তা দিতে পারেন, তবে নওশাদ সিদ্দিকীকে দিতে পারেন না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ