‘জনগণই আমাদের ক্ষমতা দেয়, এটা ভোলা উচিত নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখবেন না’ : সিভি আনন্দ বোস
বাংলার জনরব ডেস্ক : বাংলায় ভোট-হিংসার ঘটনার মধ্যেই রাজধর্ম মনে করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিবেকানন্দ সেবা সম্মানের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। তাঁর বার্তা,’মুখ্যমন্ত্রী, রাজ্যপাল থেকে রাজনৈতিক নেতা, প্রত্যেকেই মানুষের সেবার জন্য। জনগণই আমাদের ক্ষমতা দেয়, এটা ভোলা উচিত নয়। সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখবেন না। সাধারণ মানুষের প্রতিই আমরা একমাত্র দায়বদ্ধ। আপনারা জানেন গ্রামীণ এলাকায় কী চলছে। যা হচ্ছে তা সুখকর নয়।’
এ প্রসঙ্গে অবশ্য তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, ‘কেন্দ্রের সরকার যা করছে তা নিশ্চিতভাবে সুখকর নয়। বাংলার সরকার মনে করে বাংলার মানুষই শেষকথা বলে। তৃণমূল বিশ্বাস করে মানুষই শেষ কথা বলে। তৃণমূল সেই নীতি নিয়েই রাজনীতি করে।
তৃনমূলের কটাক্ষের জবাবে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, ‘রাজ্যপাল যে ভাষা বলছেন সেটা গণতন্ত্রের ভাষা। মানুষের ক্ষমতায়নের ভাষা। পশ্চিমবঙ্গে এখন একদলীয় একনেতৃত্বের একচেটিয়া শাসন চলছে। মধ্যযুগে যেভাবে শাসন চলত ঠিক একইভাবে গ্রামাঞ্চলে চলছে। আমার মনে হয় না রাজ্যপাল একথা বলায় কিছু হবে। সাধারণ মানুষকেই গণপ্রতিরোধ গড়ে তুলে তৃণমূলকে উৎখাত করতে হবে।’