দেশ 

”কথা শোনো, বিয়েটা করে ফেলো,আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে” লালু প্রসাদের এই পরামর্শে রাহুলের প্রতিক্রিয়া কী? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: সাংবাদিক সম্মেলনের সিরিয়াস কথাবার্তা হচ্ছিল। ১৭ বিরোধী দলের বৈঠক বলে কথা মোদী বিরোধী বৈঠক বলে কথা এমনকি বিজেপি বিরোধী বৈঠক। ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে সরানোর জন্য আজ শুক্রবার ২৩ শে জুন বিহারের পাটনা শহরে ১৭ বিরোধী দলের বৈঠক। সেই বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন চলছে। সাংবাদিক সম্মেলনের বক্তা হিসেবে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এনসিপি প্রধান শারদ পাওয়ার, রাহুল গান্ধী, মল্লিকাজুর্ন খারগে , মেহবুবা মুফতি , উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ দেশের তাবড় তাবড় বিরোধী দলের নেতারা। আর এই সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি প্রধান লালু প্রসাদের কথায় বিরোধী নেতাদের মুখে হাসি। সরাসরি রাহুলকে বলেই ফেললেন কথা শোনো এবার বিয়ে করে ফেল। তোমার বিয়েতে আমরা বরযাত্রী যেতে চাই এমন কথা শোনার পর সব বিরোধী দলের নেতাদের মুখেই হাসি।

সাংবাদিক সম্মেলনের সবার শেষে বক্তব্য রাখলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আর জে ডি প্রধান লালু প্রসাদ যাদব। তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে মোদি সরকার এবং বিজেপিকে কটাক্ষ করেন এরপরেই রাহুল গান্ধীর হাত ধরে বলেন,”কথা শোনো, বিয়েটা করে ফেলো।” যা শুনে রাহুলের মুখে লাজুক হাসি দেখা যায়।

Advertisement

লালু বলেন, ”তোমার মা তোমার বারবার বিয়েতে প্রত্যাখ্যানে বিরক্ত। আমরা চাই তোমার বিয়েতে বরযাত্রী যেতে।” তাঁর এমন কথায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাকী রাজনৈতিক নেতানেত্রীরাও হেসে ফেলেন।

আসলে লালু প্রসাদ যাদব যে গান্ধী পরিবারের কতখানি কাছের মানুষ তা এই ঘটনা থেকে প্রমাণিত হয়েছে খানিকটা অভিভাবক হিসাবেই রাহুলকে বলেছেন গাছ ছাড়া বাধার কথা

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ